প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ শ্লোগানকে লালন করে চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সমবায়ী ছালেহীন খলিল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।