বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০

বিষ্ণুপুরে নৌকা মার্কার সর্মথনে জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নাছির উদ্দিন খান শামীমের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালপুর গ্রামের নদীর পাড়, দর্জিবাড়ি, প্রধানিয়া বাড়ি, মিজি বাড়িসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ গণসংযোগ করা হয়। পরে মাসুম মার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন খান শামীম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন ও দোয়া চান।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ সময় তিনি আগামী ১১ নভেম্বর পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ চান।

গণসংযোগকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, সদস্য আবু সায়েম, কিরণ ভূঁইয়া, বিজয়, আশিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম জমাদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনব্যাপী এই গণসংযোগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়