প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
অখণ্ডমশ্বের শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হয়েছে ভ্রাতৃদ্বিতীয়া অখণ্ড মহাসমাবেশ। দুদিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশের গত ৫ নভেম্বর শুক্রবার ছিল শেষ দিন। এদিন দ্বিতীয় অধিবেশনে বক্তাগণ শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দের আত্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর জন্মস্থান অযাচক আশ্রমে আন্তর্জাতিক মানের ধ্যানমন্দির নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করে নির্মাণ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। বক্তাগণ বলেন, যুগষ্টা মহাঋষি স্বামী স্বরূপানন্দের পবিত্র দেহের স্পর্শে ধন্য চাঁদপুর অযাচক আশ্রমের এই পবিত্র মাটি। বাবামণির এই পবিত্র মাটিতে ধ্যান মন্দির নির্মাণ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। তারা বলেন, শ্রীশ্রী বাবামণির পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম অঙ্গনে আন্তর্জাতিক মানের ধ্যানমন্দির নির্মাণে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রীদাদামণির নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে বিভিন্ন অখণ্ডমণ্ডলী ইতিমধ্যে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী ১৭ ডিসেম্বর শ্রীশ্রী বাবামণির শুভ জন্মমাসের প্রথম দিবসে চাঁদপুর অযাচক আশ্রম অঙ্গনে মন্দির নির্মাণের কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হবে বলে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরীর সভাপ্রধানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী।
চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি তাপস কুমার সরকার, অর্থ সম্পাদক প্রশান্ত কুমার দেব, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, ফরিদগঞ্জ অখণ্ডমণ্ডলীর অধ্যাপক রাধেশ্যাম কুড়ি, ব্রাহ্মণবাড়িয়া অখণ্ডমণ্ডলীর অরূপ কুমার রায়, খুলনা অখণ্ডমণ্ডলীর প্রকৌশলী অর্ধেন্দু শেখর, ঢাকা অখণ্ডমণ্ডলীর বিমল রায় চৌধুরী, কুমিল্লা অখণ্ডমণ্ডলীর নিরাপদ স্বর্ণকার, চাঁদপুর অখণ্ডমণ্ডলীর অঞ্জন দাস, তাপস কুমার দাস, প্রণব কুমার সাহা, মনতোষ সাহাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অখণ্ডমণ্ডলীর নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানব কল্যাণে কাজ করেছেন, মানুষকে কর্মমুখী করাসহ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি কোনো জাত-পাতের বিচার করেননি। সৎ চরিত্রবান মানুষ হওয়ার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। তাই তো তিনি বলেছেন, তুমি হিন্দু না মুসলিম, তুমি খ্রিস্টান না বৌদ্ধ, তা জানিতে চাহি না বন্ধু, আমি জানিতে চাহি তুমি কতটুকু মানুষ। আমাদেরকে শ্রীশ্রী বাবামণির এ সকল ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তাগণ চাঁদপুর অযাচক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, সুখরঞ্জন ব্রহ্মচারী ছিলেন আশ্রমের জন্যে নিবেদিতপ্রাণ। তিনি বাবামণিকে মনপ্রাণে ভালোবেসেছেন। ভালোবেসেছেন অযাচক আশ্রমকে। যা ভুলবার মতো নয়। তার শেষ ইচ্ছে ছিল আশ্রমের এই পবিত্র অঙ্গনে ধ্যানমন্দির নির্মাণ হোক। দেশ-বিদেশের মানুষ বাবামণির পুণ্য জন্মস্থান দর্শন করুক। সে লক্ষ্যে ধ্যান মন্দির নির্মাণে তিনি অনেক কাজ করেছেন। আমরা মনে করি বাবামণির কৃপায় আমাদের এই গুরু ভ্রাতার স্বপ্নপূরণে আমরা সফল হবো।
প্রতি বছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন প্রান্ত থেকেঅখণ্ডমণ্ডলীর নেতৃবৃন্দ ভ্রাতৃ সম্মেলনে যোগ দেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে গত ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অযাচক আশ্রম অঙ্গনে ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড মহাসম্মেলনের সাংগঠনিক অধিবেশন শুরু হয়। পরদিন গতকাল ৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় নির্ধারিত সাপ্তাহিক সমবেত উপাসনা। পরে ভ্রাতৃ দ্বিতীয়া অখণ্ড মহাসম্মেলনের শুভ উদ্বোধন ঘোষিত হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় তৃতীয় অধিবেশন। ভ্রাতৃ দ্বিতীয়া মহাসম্মেলন উপলক্ষে আজ ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় দেশ ও জাতির কল্যাণ কামনাপূর্বক চাঁদপুরসহ দেশের প্রতিটি অখণ্ডমণ্ডলীর পরিচালনায় অনুষ্ঠিত হবে সমবেত উপাসনা। গতকাল ভ্রাতৃ দ্বিতীয়ার মহাসম্মেলনে স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী হাজীগঞ্জ অখণ্ডমণ্ডলীর মানিক রায়। বাবামণি আশ্রিত গুরুভ্রাতাদের উপস্থিতিতে অখণ্ড মহাসম্মেলন মিলন মেলায় পরিণত হয়।