প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের ছবি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তুহিন সরকার ও সাধারণ সম্পাদক শাকিল হোসেন।
বক্তারা বলেন, মঙ্গলবার রাতে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদ ও বাইরে সাঁটানো ছবি এবং দলীয় নেতা-কর্মীদের ব্যানার কিছু ছাত্রলীগ নামধারী কুচক্রী ভাংচুর করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
কলেজের সিআইপি বিভাগীয় প্রধান (সিনিয়র শিক্ষক) মোঃ হুমায়ুন কবির জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের বিষয়টি জঘন্যতম অপরাধ। এ ঘটনায় ইনস্টিটিউটের হিসাবরক্ষক আবু ছালেহ বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন। সিসি টিভির ফুটেজের মাধ্যমে আশা করছি তদন্ত কমিটি প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে।