প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হাজীগঞ্জের ৭ জন চিকিৎসককে সংবর্ধনা দিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। গতকাল বুধবার বিকেলে পৌর পরিষদ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে হাজীগঞ্জের ৭ জন চিকিৎসক উত্তীর্ণ হয়। এর আগ থেকে পৌর মেয়র হাজীগঞ্জের এসএসসি/আলিম ও এইচএসসি/আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। সংবর্ধিতদের ফুল দিয়ে বরণ করাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। সংবর্ধনা প্রদান শেষে টিএলসিসি সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিতরা হলেন ডাঃ সুমাইয়া বিনতে কবির, ডাঃ রাজীব কুমার সাহা অন্তু, ডাঃ মোঃ নুরুননবী জুয়েল, ডাঃ মাহাদীয়ে বাশার, ডাঃ ফাহিম রায়হান শুভ, ডাঃ মাগফেহুরাতুন্নেছা উর্মী ও ডাঃ শান্ত সাহা।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মেয়র মাহবুব-উল-আলম লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইকবালুজ্জামান ফারুক ও অতিথি শাহনাজ ঝর্ণা এবং সংবর্ধিতদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ মোঃ নুরুননবী জুয়েল, ডাঃ সুমাইয়া বিনতে কবির ও ডাঃ শান্ত সাহা।
পৌরসভার বাজার পরিদর্শক খাজা সফিউল বাশার রুজমনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে একই স্থানে পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা (জুলাই-সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের সভাপ্রধানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মাহবুবুর রশিদ প্রমুখ। এ সময় পৌর পরিষদের অন্য সকল অন্য কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন টিএলসিসির সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, সাংবাদিক গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, কামরুজ্জামান টুটুলসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, টিএলসিসির সদস্য এবং সংবর্ধিত অতিথিবৃন্দ।