প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় মাঠে, হাজরা গ্রাম ও উমেদ আলী খান বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের পথসভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুসলিম খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিজি, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাঠান, ইউপি সদস্য মুনসুর খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান সাদ্দাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজিজ পাঠান, ইউনিয়ন ছাএলীগের সভাপতি মোশাররফ হোসেন, শফিকুর রহমান প্রমুখ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।