প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সোমবার চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে কনস্টবল/নায়েক হতে এএসআই (নিঃ) ও এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্যারেড পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লা ও আরআই পুলিশ লাইন্স মোঃ আব্দুল জলিল চাঁদপুরসহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।