বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০

কাল শ্রীশ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা
স্টাফ রিপোর্টার ॥

আগামীকাল ৪ নভেম্বর বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরই শারদীয় দুর্গোৎসবের পর প্রতিটি দুর্গোৎসব পূজামণ্ডপসহ বিভিন্নস্থানে পূজারীগণ ব্যাপক আয়োজনে শ্রীশ্রী শ্যামা দেওয়ালী কালী পূজার আয়োজন করে থাকেন। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীগণ তাদের বাসা-বাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে ঘৃত প্রদীপসহ মোমের আলো আলোকিত করে তুলেন। তাদের বিশ্বাস, এদিন দেবী সকল অন্ধকার দূরীকরণের জন্যে পৃথিবীতে আগমন করেন। আর ভক্ত হৃদয়ের অভাব দূরীকরণের মধ্য দিয়ে তাদের সংসার আলোকিত করে তুলেন। তাই তারা এদিন দীপাবলীর আলোর রশ্মি ছড়িয়ে দিতে চেষ্টা করেন সর্বত্র। পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপ সাজিয়ে তুলেন বিভিন্ন সাঝে। পূজামণ্ডপের লাল, নীল আলোর রশ্মি ছড়িয়ে পড়ে সর্বত্র। মাইক আর বাদ্য বাজনায় মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপ। কিন্তু এ বছর তেমনভাবে শ্রীশ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা অনুষ্ঠিত হবে না বলে জানা যায়। ব্যথা ভারাক্রান্ত হৃদয়ের অনুভূতি জানিয়েই ভক্ত হৃদয় অঞ্জলী দিবেন দেবী চরণে। পূজায় থাকবে না উৎসবের আমেজ। নিয়ম রক্ষার পূজায় শামিল হওয়ার জন্য পূজারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূজার আয়োজন সম্পন্ন করার জন্য মতামত ব্যক্ত করেছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তারা বলেন, সদ্য সম্পন্ন হওয়া শারদীয় দুর্গোৎসবে অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের সিদ্ধান্তের প্রতি আমরা সহমত পোষণ করছি। পাশাপাশি আমরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা ও কামনা করছি।

এ বছর কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক অপশক্তির নারকীয় তা-ব ও বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে কাল ৪ নভেম্বর অনুষ্ঠেয় শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হয়েছে। একইসঙ্গে চার দফা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে অন্যান্য বারের মতো যথারীতি শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির চার দফা কর্মসূচি হলো :

*এবারের শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছানুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে এবং একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করতে হবে।

* এবারের শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হবে।

* শ্যামাপূজার দিন সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নীরবতা পালন করবেন।

* মন্দির/মণ্ডপের দ্বারে কালো কাপড়ে সহিংসতাবিরােধী স্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ সম্বলিত ব্যানার টানিয়ে দিতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে মাগুরা, ঝিনাইদহসহ একাধিক স্থানে এবারের আসন্ন কাত্যায়নী পূজা বর্জন করা হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়