বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে চেয়ারম্যান পদে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মাহবুব আলম লাভলু ॥

গতকাল মঙ্গলবার ২ নভেম্বর ছিল মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষদিন। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৬শ’ ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৪৬ জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে ৭ জন ও স্বতন্ত্র ২৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে গজরা ইউনিয়নে ২ জন প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান (নৌকা) ও মফিজুল ইসলাম দেওয়ান (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা (নৌকা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সোবহান সরকার সুভা (স্বতন্ত্র), আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র), আবু ইউসুফ মিজি (হাতপাখা), শামীম আহমেদ রিপন (স্বতন্ত্র), বাবুল সরকার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য ৩০ জন।

ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী (নৌকা), বাতেন মজুমদার (হাতপাখা) ও নুরুল ইসলাম পাটোয়ারী ( স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য ৩১ জন।

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন : উপজেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল (নৌকা) ও তোফায়েল হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য ৩৭ জন।

দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হলেন মোকাররম হোসেন খান ওপেল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য ৩৬ জন।

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন অ্যাডঃ হাবিবা ইসলাম সিফাত (নৌকা), আবু বকর সিদ্দিক খোকন (স্বতন্ত্র), নাজিম উদ্দিন সোহেল (স্বতন্ত্র) ও জসিম উদ্দিন জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১৩ জন সাধারণ সদস্য ৪২ জন।

জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মনোয়ারুল ইসলাম (নৌকা), আব্দুস ছাত্তার মল্লিক (স্বতন্ত্র) ও বর্তমান চেয়ারম্যান সেলিম গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য ২৭ জন।

ইসলামাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ২৬ জন।

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী হলেন : একেএম শরীফ উল্লাহ সরকার (নৌকা) ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম (স্বতন্ত্র)। সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য ৩৩ জন।

ফরাজিকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম (নৌকা), দেলোয়ার হোসেন দানেশ (স্বতন্ত্র), সৈয়দ হোসেন (স্বতন্ত্র), আব্দুল হান্নান (স্বতন্ত্র) ও কামাল গাজী (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন : উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিপি অ্যাডঃ জসিম উদ্দিন (নৌকা), গিয়াস উদ্দিন গাজী (স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও তরীকুল ইসলাম (হাতপাখা)। সংরক্ষিত ৯ জন, সাধারণ ২৯ জন।

সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন : লোকমান আহমেদ মুন্সী (নৌকা), তাজুল ইসলাম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (হাতপাখা), জোবাইর আজীম স্বপন পাঠান (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য ৩১ জন।

বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া (নৌকা), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম (স্বতন্ত্র), মাওঃ আবদুস সালাম (হাতপাখা), ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল আল মামুন (স্বতন্ত্র), জাহিদুল আলম জমাদার (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারণ সদস্য ৩৫ জন।

আগামী ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১৪টি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ৬ কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়