প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
১ নভেম্বর সোমবার চাঁদপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ছিলো .৯২ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত হওয়া একজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০০৮ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৬৬৪ জন, চিকিৎসাধীন আছেন ১০৫ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।