বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০

কদমতলা সপ্রাবি’র শিক্ষিকা রায়হান আক্তারের বিদায় সংর্বধনা
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়াস্থ কদমতলা ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমার স্বেচ্ছায় চাকুরি থেকে অবসরজনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

গতকাল ৩১ অক্টোবর রোববার বিদ্যালয় মিলনায়তনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার হেনার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটস্-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নঈম উদ্দিন খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মানিক পোদ্দার, সহকারী শিক্ষক ওমর ফারুক, সহকারী শিক্ষিকা ফৌজিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা মাহফুজা আক্তার, সহকারী শিক্ষিকা মিতা রাণী দাস, সহকারী শিক্ষক নাদিয়া রহমান, বিদায়ী শিক্ষক রায়হান আক্তার সুরমা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিদায়ী সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমা দীর্ঘদিন অত্র বিদ্যালয়ে সুনামের সাথে চাকুরি করেছেন। কর্মময় জীবন ছিলো সাফল্যজনক। বিদ্যালয়ের জন্যে ছিলেন নিবেদিত। বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েেছন। বিশেষ করে বিদ্যালয়ের ফলাফল উন্নতিকরণ, ঝরেপড়া রোধসহ নানামুখী কাজে ভূমিকা রেখেছেন।

বক্তারা আরো বলেন, বিদায়ী সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমা শাহতলীর ঐতিহ্যবাহী রুশদী পরিবারের সন্তান। তার বাকি জীবনের সাফল্য ও সুস্থতা কামনা করছি।

বিদায়ী সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমা তার বিদায়ী বক্তব্যে বলেন, আমি কৃতজ্ঞ আজকে বিদায় মুহূর্তে আমাকে সংবর্ধিত করায়। আজকের দিনে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দকে। এই বিদ্যালয়ে আমার চাকুরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছি। কাউকে কোনো দিন কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি। কেউ কষ্ট নিবেন না। আজীবন স্মরণ থাকবে। আমি এই বিশেষ মুহূর্তে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বদা আমাকে সহযোগিতার করার জন্য। আমার জন্য দোয়া করবেন।

জানা গেছে, রায়হান আক্তার সুরমা দীর্ঘ ২৬বছর সততা, নিষ্ঠা ও সুনামের সাথে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি করেন। শহরের ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে তিনি চাঁদপুর সদর উপজেলার ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরি করেন। সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় চাকুরি থেকে পদত্যাগ করেন এবং চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩১ অক্টোবর থেকে তার স্বেচ্ছায় পদত্যাগপত্র অনুমোদন করেন। যার ফলে গতকাল ৩১ অক্টোবর তার চাকুরি জীবনের পরিসমাপ্তি ঘটলো।

জানা গেছে, তার স্বামী চাঁদপুর জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আব্দুল কাদের হাজরা। তার একছেলে রাকিব রায়হান তনয় উচ্চ শিক্ষার জন্য আমেরিকা প্রবাসী ও একমাত্র মেয়ে তুনাজ্জিনা ফারজানা তুন্না চাঁদপুর সরকারি মহিলা কলেজে এইচএসসিতে অধ্যয়নরত।

উল্লেখ্য, বিদায়ী সহকারী শিক্ষিকা রায়হান আক্তার সুরমা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর বড় বোন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়