প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেবার কারণে হাজীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করেছে পুলিশ। ওমর মুন্সী (২৮) নামের এই যুবলীগ নেতা হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কাজিরখিল গ্রামের লোকমান মুন্সীর ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের বড়কূল পূর্ব ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক হচ্ছেন ওমর মুন্সী। গত শনিবার তিনি তার নিজের ফেসবুকে গত ১৩ অক্টোবর হাজীগঞ্জের পূজা মন্দিরে ভাংচুরের ঘটনায় নিহতের পক্ষে ও প্রশাসনের বিপক্ষে একটি পোস্ট দেন। সেই পোস্টের সূত্র ধরে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমান জানান, ২০১৯ সালে ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদকের সরকারি চাকুরি হয়ে যাওয়ার কারণে ওমর মুন্সীকে তার স্থলাভিষিক্ত হিসেবে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়। অপর এক প্রশ্নে মজিবুর রহমান বলেন, ওমর মুন্সী ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলো।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব জানান, সে যুবলীগের লোক হলে এভাবে সরকারের বিরুদ্ধে পোস্ট দেয় কীভাবে? আর কেউ কেউ দল ভারী করার জন্যে তাকে আওয়ামী লীগে এনেছে।
ওমর মুন্সীকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তির দেয়া পোস্টগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।