প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে ফরিদগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে।
৩১ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিকভাবে নির্বাচিত ৯ জন জেলের হাতে এই সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, লিফ মোফাজ্জল হোসেন মাসুদ, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, নিজেদের স্বাবলম্বী করতে হলে সকলকে কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে। সে জন্যে বর্তমান সরকার নিবন্ধিত জেলেদের বিকল্প আয়ের তথা কর্মের জন্যে সেলাই মেশিনগুলো প্রদান করছেন। এগুলো যদি আপনারা কাজে লাগাতে সক্ষম হন, তবে অবশ্যই আপনি মূল পেশার সাথে সাথে এই বিকল্প ব্যবস্থা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন। তাতে শুধু আপনি উপকৃত হবেন না, জাতি উপকৃত হবে।