বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০

স্তান ক্যান্সার প্রতিরোধে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের মানববন্ধন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ৩১ অক্টোবর চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে ফেস্টুন ঝুলিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মাহমুদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট ও চাঁদপুর সনাকের সহ-সভাপতি রোটাঃ পীযূষ কান্তি বড়–য়া, আরএফএসএম।

ক্যান্সার প্রতিরোধে প্রধান অতিথি বলেন, সারা পৃথিবীতে যত ধরনের ক্যান্সার রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটিতে মেয়েরা আক্রান্ত হচ্ছে, সেটি হলো স্তন ক্যান্সার। এতে মারা যাওয়ার হারও বেশি। ছেলেরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার প্রতিরোধে আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, বেশি করে পানি পান করতে হবে। এছাড়া খাদ্যাভাসের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সকলের এই ক্যান্সারটি প্রতিরোধে নিয়মাবলি জানতে হবে। ক্যান্সার আক্রান্ত রোগীরা নিজেরা ঘরে বসে নিজে নিজে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চাঁদপুর ইনার হুইল ক্লাবের সদস্যরা মাসব্যাপী স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ করেছেন।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সনাকের সদস্য রফিক আহমেদ মিন্টু, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বাসুদেব মজুমদার, টিআইবর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা প্রমুখ।

ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মুক্তা পীযূষ, ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তার, সদস্য রুবিনা মরিয়ম ও জয়নব।

এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনি দাস, নাজমা বেগম ও চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়