বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০

বাগাদীকে মডেল করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবো
সংবাদ বিজ্ঞপ্তি ॥

সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সাথে বাগাদী ইউনিয়ন পরিষদের ভার্চুয়াল মতবিনিময় সভা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের সাবেক সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সংকটেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা দেয়ায় সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাদিহিতার সাথে কাজ করে চলছি। তিনি বলেন, ইএলজি ও সনাকের কাজের মধ্যে অনেকাংশে সামঞ্জস্য আছে। সনাকের সাথে কাজ করার ফলে ইএলজির সাথে কাজ করাটা আমার জন্যে সহজ হয়ে গেছে। আমি মনে করি, সনাক-টিআইবি বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা দরকার।

তিনি বলেন, আপনারা যেভাবে পরামর্শ দিয়েছেন আমি চেষ্টা করেছি তা বাস্তবায়ন করতে। সাধারণ জনগণকে সরাসরি সেবা দেয়ার একটি উপযুক্ত মাধ্যম হলো ইউনিয়ন পরিষদ। আমাদেরকে সেবা দেয়ার মানসিকতা থাকতে হবে। আর সেবা নিতে আসলে সাধারণ মানুষ যেনো কোনো হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, করোনাকালে আমি করোনাকে ভয় না করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। সনাক-টিআইবি আমার পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছে সত্যিই তা প্রশংসার দাবিদার। আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকি বা ইউনিয়নের জনগণের জন্যে সেবা প্রদান করে থাকি তাহলে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে মহান সৃষ্টিকর্তা ও ইউনিয়নের সাধারণ জনগণ তা মূল্যায়ন করবেন। আপনারা আমার জন্যে দোয়া করবেন। সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে এবং পরিষদকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে আমি আগামী দিনগুলোতেও কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, পরিষদের সেবার মানোন্নয়নে আমার বেশ কিছু লক্ষ্য রয়েছে। যেমন : শিক্ষাক্ষেত্রে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের জন্যে শিক্ষা সহায়তা প্রকল্প গঠন করা, অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শিক্ষিত ও বেকার যুবকদের জন্যে প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রম গড়ে তোলা, হতদরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।

তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্যে সনাক-টিআইবি আমাকে ও আমার পরিষদকে সবসময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে গেছেন। আশা করছি আগামী দিনগুলোতেও পরিষদের সকল কার্যক্রমে সনাক-টিআইবি সহযোগিতা করে যাবে।

সভার সভাপতি কাজী শাহাদাত বলেন, বিগত পাঁচ বছর যাবৎ সনাক চাঁদপুর বাগাদী ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছে। আমি দেখেছি চেয়ারম্যান মহোদয় প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতিটি প্রত্যাশা পূরণের জন্য খুবই আন্তরিক ছিলেন। আমরা কাজ করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তিনি সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় যে আন্তরিকতা দেখিয়েছেন আমরা মনে করি তা আমাদের কাজের একটা স্বীকৃতি, যা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। আমরা দেখেছি, তিনি চেষ্টা করেছেন ইউনিয়নের কোনো কাজে যেনো বিতর্কিত না হন।

তিনি আরও বলেন, পরিষদের নিয়মিত কাজের বাইরেও কীভাবে নতুন নতুন কাজ ও ভালো কাজ করা যায় সেক্ষেত্রেও চেয়ারম্যানের আন্তরিকতা ছিলো। তিনি আরও বলেন, আমরা সনাক-টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করি। মানুষের মনোজগতের পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশের চেয়ারম্যান সমিতির সভাপতি। এটা তার অনেক বড় যোগ্যতা। চাইলেই কেউ এ যোগ্যতা অর্জন করতে পারে না। অনেকেই নির্বাচিত হওয়ার পর দেখি ক্ষমতার অপব্যবহার করেন। আমরা মনে করি, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আর কোনো বিশেষ একটা দলের থাকেন না। তিনি তখন দল-মত নির্বিশেষে সকলের চেয়ারম্যান। আমরা আশা করছি, চেয়ারম্যান মহোদয় তার যে অভিজ্ঞতা ও কৌশল তা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায়কে দূরে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনগুলোতে কার্যক্রম চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়েই একটি পরিষদকে এগিয়ে নেয়া যায় না। চেয়ারম্যান আজ যে অঙ্গীকার করেছেন আগামীতে নির্বাচিত হলে সেটি পূরণ করবেন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় বাগাদী ইউনিয়ন পরিষদ আগামী পাঁচ বছরের মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে এটাই আমরা প্রত্যাশা করছি। বর্তমান চেয়ারম্যান এবছরও দলীয় মনোনয়ন পেয়েছেন, তার জন্যে ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যে শুভকামনা থাকলো। এতো ব্যস্ততার পরও চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্য আজ যেভাবে আমাদের সময় দিয়েছেন, এজন্যে পরিষদের সবাইকে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক-চাঁদপুর-এর স্থানীয় সরকারি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক রফিক আহমেদ মিন্টু। বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটওয়ারী, মোঃ মোশারেফ হোসেন, পরিষদের সচিব মহিবুল আহসান নিপু প্রমুখ। উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক-চাঁদপুরের স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়