বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০

বাগাদীতে টিকা কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর উচ্চ বিদ্যালয়ে করোনার টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে করোনা প্রতিরোধক দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, জয়েন্ট সেক্রেটারী মোঃ জাকির খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল গাজী, ছাত্রলীগ নেতা রায়হান বিন হিরু প্রমুখ।

টিকা কার্যক্রম তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন তালুকদার, বাগাদী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক জাফর আলী, সহ-পরিদর্শক শাহীন আরা ও পরিবার কল্যাণ পরিদর্শক শাহপরান। এদিন আড়াই হাজার নারী-পুরুষকে ভ্যাকসিন প্রদান করা হয়। টিকাদানের পুরো কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। সহযোগিতায় ছিলো চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

টিকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় প্রত্যেকের হাতে চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ব্যক্তিগতভাবে নাস্তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়