প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনের নিচতলায় শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে এ দেয়ালিকা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ শাহেদ খালেদ প্রধান শামসু, মোঃ আবু সায়েম মাস্টার, মোঃ মানিক সরকার, মোঃ রাসেল প্রধান, মোঃ গোলাম রাব্বানী ও মোঃ ইসমাইল হোসেন প্রধান।
অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের একটি অংকুরিত ফুল ছিলো। যা প্রস্ফুটিত হওয়ার আগেই ঘাতকদের গুলিতে ঝরে যায়। তিনি ছাত্র-ছাত্রীদের শেখ রাসেলের ত্যাগকে জীবন গঠনের প্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, শেখ রাসেল দেয়ালিকাটি নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজস্ব রচনাবলি দ্বারা সাজানো হয়।
উপস্থিত ছিলেন দেয়ালিকা কমিটির আহ্বায়ক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, সদস্য বিজন কুমার সরকার, মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুলসুম আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।