বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০

নৌকার বিজয় নিশ্চিতে ঐক্য ও কার্যক্রম জোরদারের আহ্বান গোলাম কাদির মোল্লার
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কাদির মোল্লার নৌকা মার্কার নির্বাচনী কার্যক্রমে গতি আনার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন প্রার্থী গোলাম কাদির মোল্লা।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদ মাঠে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা ২৮ নভেম্বর যাতে নৌকার বিজয় নিশ্চিত করা যায় সে লক্ষ্যে মাঠে কাজ করার জন্যে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন ও সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। মানুষের জানমাল ও জীবিকার নিরাপত্তা বিধানে করোনার মহামারিতে সরকার ও আওয়ামী লীগের ইতিবাচক কর্মকা-গুলোকে ভোটারদের কাছে যথাযথভাবে উপস্থাপনের উপরও জোর দেন তিনি।

তিনি আরো বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় মানে গরিব-দুঃখী মানুষের বিজয়। নৌকা এনেছে স্বাধীনতা, নৌকাতেই মুক্তি। নৌকাতে উন্নয়ন, নৌকায় অগ্রগতি। তাই নৌকার বিজয় মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। নৌকার বিজয়ে জনতার বিজয় হয়, গণতন্ত্রের বিজয় হয়, গণমানুষের কল্যাণ হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ভোটাররা মিছিল সহকারে সমবেত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়