প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শারদীয় দুর্গাপূজার সময় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। তবে অন্যান্য বারের মতো যথারীতি শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
২২ অক্টোবর শুক্রবার সংগঠনটির সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক অপশক্তির নারকীয় তা-ব ও বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হয়েছে। একইসঙ্গে চার দফা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। তবে অন্যান্য বারের মতো যথারীতি শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
সংগঠনটি চার দফা কর্মসূচি হলো :
এবারের শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছানুযায়ী প্রতিমা বা ঘটে করা হবে এবং একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করতে হবে।
এবারের শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হবে।
শ্যামাপূজার দিন সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নীরবতা পালন করবেন।
মন্দির/মণ্ডপের দ্বারে কালো কাপড়ে সহিংসতাবিরােধী স্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দিতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে মাগুরা, ঝিনাইদহসহ একাধিক স্থানে এবারের আসন্ন কাত্যায়নী পূজা বর্জন করা হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সূত্র : ঢাকা পোস্ট।