প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
গত ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার রোটারীর আন্তর্জাতিক যুব সংগঠন চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ২৭তম চার্টার ডে পালন করা হয়েছে। এদিন সকল সদস্যের উপস্থিতিতে কেক কেটে ও নতুন ৬জন মেম্বার অন্তর্ভুক্ত করে তারা দিনটি স্মরণীয় করে রাখার প্রয়াস চালায়।
উক্ত অনুষ্ঠানে আসিসট্যান্ট গভর্নর রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর রোটারী ক্লাবের সচিব রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার ও চাঁদপুর রোটারী ক্লাবের ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটাঃ শাহীন আক্তার উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোঃ কুলদীপ মালাকার, রোঃ আফসানা আক্তার ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং রোঃ শিশির সাহা প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সভায় ক্লাব প্রশিক্ষক ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি রোঃ সৈকত পালসহ অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।