প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় গণি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়েদুর রহমান সরকার।
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও সদর উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুলতানা নাজমে আরা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, সহ-সাংগঠনিক মোঃ আলী হোসেন, সদর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-প্রচার ও গণসংযোগ সম্পাদক মোঃ নাছির আহমদ, কচুয়া উপজেলার সভাপতি মোঃ মুকুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক চন্দন চন্দ্র ধর, তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের জাহানারা ফেরদৌসী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নাজমা আক্তার ও জেলা শাখার সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় সহকারী প্রধান শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়াসহ বিশেষ করে জাতীয়করণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। এ ছাড়া শীতকালীন বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।