প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
দেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মতলব উত্তর উপজেলায় ১৪ ইউপি চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়নপত্র হাতে পেয়েছেন। মঙ্গলবার ২৬ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ২৮ অক্টোবর মনোনয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।
মনোনয়নপত্র পেলেন যারা : ষাটনল ইউনিয়নের একেএম শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউনিয়নের মোঃ নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়নের লোকমান আহমেদ, দুর্গাপুর ইউনিয়নের মোঃ মোকাররম হোসেন ওপেল, কলাকান্দা ইউনিয়নের মোঃ গোলাম কাদির, মোহনপুর ইউনিয়নের শামসুল হক চৌধুরী, এখলাছপুর ইউনিয়নের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরাবাদ ইউনিয়নের আইনজীবী মনোয়ারুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়নের আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়নের নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউনিয়নের মোহাম্মদ রেজাউল করীম, ইসলামাবাদ ইউনিয়নের মোঃ শাখাওয়াত হোসেন মুকুল, সুলতানাবাদ ইউনিয়নের হাবিবা ইসলাম সিফাত ও গজরা ইউনিয়নের মোঃ শহীদ উল্লা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থিতা যাচাই-বাছাই ৪ নভেম্বর , প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর ও ভোট গ্রহণ ২৮ নভেম্বর।