বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০

শিক্ষক মনকুমার দাসের স্মরণে স্মরণসভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের অন্যতম উপদেষ্টা মনকুমার দাসের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মানব উন্নয়ন সেবামূলক সংস্থার আয়োজনে ও দাসপাড়া কালীমন্দির কমিটির সার্বিক সহযোগিতায় গতকাল ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ। চাঁদপুর অযাচক আশ্রমের অন্যতম পরিচালক দুলাল চন্দ্র দাসের পরিচালনায় প্রয়াতের স্মরণে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন অজয় কুমার ভৌমিক, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, তমাল কুমার ঘোষ, গণেষ চন্দ্র দাস, গোপাল সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বিশ্বনাথ দাস, রফিক আহম্মদ মিন্টু, তাপসী ভৌমিক, আব্দুল আজিজ শিশির, মোঃ মাসুদুর রহমান, গীতা রাণী সরকার, রনজিত সাহা মুন্না, স্বপন কুমার দাস, শিবু চরন দাস প্রমুখ। স্মরণসভায় এলাকাবাসীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও অনেক সুধীজন উপস্থিত ছিলেন।

স্মরণসভায় প্রয়াত মনকুমার দাসের দুই ছেলে চাঁদপুর ই-হক কোচিং সেন্টারের পরিচালক মৃনাল কান্তি দাস ও মৃদুল কান্তি দাস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক তাদের প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়