প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের অন্যতম উপদেষ্টা মনকুমার দাসের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মানব উন্নয়ন সেবামূলক সংস্থার আয়োজনে ও দাসপাড়া কালীমন্দির কমিটির সার্বিক সহযোগিতায় গতকাল ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ। চাঁদপুর অযাচক আশ্রমের অন্যতম পরিচালক দুলাল চন্দ্র দাসের পরিচালনায় প্রয়াতের স্মরণে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন অজয় কুমার ভৌমিক, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, তমাল কুমার ঘোষ, গণেষ চন্দ্র দাস, গোপাল সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বিশ্বনাথ দাস, রফিক আহম্মদ মিন্টু, তাপসী ভৌমিক, আব্দুল আজিজ শিশির, মোঃ মাসুদুর রহমান, গীতা রাণী সরকার, রনজিত সাহা মুন্না, স্বপন কুমার দাস, শিবু চরন দাস প্রমুখ। স্মরণসভায় এলাকাবাসীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও অনেক সুধীজন উপস্থিত ছিলেন।
স্মরণসভায় প্রয়াত মনকুমার দাসের দুই ছেলে চাঁদপুর ই-হক কোচিং সেন্টারের পরিচালক মৃনাল কান্তি দাস ও মৃদুল কান্তি দাস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক তাদের প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।