প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ও ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থনে নির্বাচনী গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৃথক এ দুটি ইউনিয়নে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা হয়। চান্দ্রা ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুর নেতৃত্বে নেতৃবৃন্দ চান্দ্রা বাজারে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারীসহ নেতৃবৃন্দ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
অপরদিকে হানারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মুকবুল মিয়াজীর সমর্থনে এলাকায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। ১০নং লক্ষ্মীপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান নৌকার পক্ষে নির্বাচনের এ মিছিল শোডাউনের আয়োজন করেন।
উল্লেখিত দুটি ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে বিপুল সংখ্যক নেতা-কর্মী পথসভা, গণসংযোগ ও নির্বাচনী মিছিলে অংশগ্রহণ করেন।