প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রার্থী তালিকার জন্যে বিকেলে ইউনিয়নের পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মজিবুর রহমানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নাজমুল হক পাটোয়ারী রাছেলের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চান ১৪ জন। এরা হলেন : একেএম মজিবুর রহমান, নাজমুল হক রাছেল পাটোয়ারী, জাকির হোসেন মিয়াজী, জাকির হোসেন লিটু, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিটু, গোলাম মোস্তফা মুশু, শরিফুল ইসলাম টিটু, অ্যাডঃ শামীম, জসিম উদ্দিন মুন্সী, খন্দকার মোঃ জসিম উদ্দিন, শামীম ভূঁইয়া, আল-আমিন মজুমদার ও এম আলী মজিব।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, সদস্য হারুনুর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজী জসিম উদ্দিন প্রমুখ।