প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ১৮নং বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আমিনুল হক পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা ও আশিকাটি গাবতলী বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকাল আটটায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজের পূর্বে মরহুমের উপর স্মৃতিচারণ করে রুহের মাগফেরাত কামনা করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম মিজি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, চাঁদপুর পৈার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন গাজী, সাবেক সভাপতি মোঃ কাজী শাহাদাত, হাসান আলী সঃ প্রাঃ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক হাফেজ আহমেদ খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সভাপতি মোঃ মোস্তফা কামাল বাবুল, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মরহুমের ছাত্র মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হাই, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক ফজলুল হক খান, মোঃ আবুল কাশেম খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখ, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ লোকমান হাজরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি মোঃ আবুল বাশার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ রিপন সরকার, বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ সাত্তার খান, সহকারী শিক্ষক মোঃ নাসির আহমেদ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, ১৪নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শেখ সালমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। জানাজার নামাজে ইমামতি করেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ।
মরহুম আমিনুল হক পাটোয়ারী ২৭ নভেম্বর বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয় স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রীসহ, বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন সৎ, সদালাপী ও সাদামনের মানুষ। তিনি ১৯৮৮ সালের ১১ জুন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ বিদ্যালয় থেকেই তিনি ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর অবসরগ্রহণ করেন। তাঁর শিক্ষকতা জীবনের অসংখ্য ছাত্র-ছাত্রী সমাজের উচ্চ স্থানে অধিষ্ঠিত রয়েছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।