প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভিভাবক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সকল ব্যাংককে সামাজিক দায়বদ্ধতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার পক্ষ থেকে অসহায়, গরিব, দুঃস্থ মানুষদের নগদ ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের পৌর বাসটার্মিনাল এলাকাস্থ ফয়সাল শপিং কমপ্লেক্সের ২য় তলায় সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায়, গরিব, দুঃস্থ পরিবারকে নগদ ১ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম, সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ইনচার্জ রোটাঃ মোঃ আব্দুল কাদের ও সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া।
জানা যায়, খাদ্য সহায়তার প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল, মসলা, মাস্ক, সাবান, রসুন ও পেঁয়াজ প্রদান করা হয়েছে।