প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩-এর ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাছ ভ্ইূয়ার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কাউসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।