বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

মা-বোনদের অধিকার বিষয়ে আরো সচেতন হতে হবে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় ফতেপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর লুধুয়া গ্রামের সরকার বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত তথ্য আপা : প্রকল্প (২য় পর্যায়)-এর উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ অক্টোবর তথ্য কেন্দ্র মতলব উত্তর উপজেলা এই উঠোন বৈঠকের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও তথ্যসেবা অফিসার তাসলিমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় মেম্বার, মহিলা ওয়ার্ড মেম্বার, ইউপি সচিব ও স্থানীয় নেতৃবৃন্দ, তথ্যসেবা সহকারী ও প্রশিক্ষণার্থীগণ। উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, সকল উপকারভোগীর বিভিন্ন প্রকার আবেদন (ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের চাকুরির আবেদন)সহ সকল প্রকার আবেদন তথ্য সেবার মাধ্যমে বিনামূল্যে করা হয়। তিনি আরো বলেন, পরিবারের সুস্থতার জন্যে পরিবারের মুখ্য ভূমিকা কিন্তু নারীরা রাখতে পারেন। তাদের সচেতনতায় পরিবারের সদস্যরা সুস্বাস্থ্যের অধিকারী হবে। তাই মা-বোনদের অধিকার বিষয়ে আরো সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়াসহ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়