প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরপুরচণ্ডী গ্রামের (সেনেরদিঘির পাড়) বাসিন্দা অসহায় দিনমজুর আঃ রেজ্জাক মিস্ত্রী দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৩ জুন শিক্ষামন্ত্রী বরাবর অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত আঃ রেজ্জাক মিস্ত্রী।
আঃ রেজ্জাক মিস্ত্রী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৪০ বছর পূর্ব হতে তরপুরচণ্ডী ইউনিয়নের সাবেক ১৫৭৫ দাগের ভূমির একপাশে বসতঘর উত্তোলন করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। স্থানীয় ভূমিদস্যুরা লতিফ বিশ্বাসের যোগসাজশে তাদের সম্পত্তি দাবি করে। একের পর এক মামলা দিয়ে রেজ্জাক মিস্ত্রীকে হয়রানি করে আসছে। বর্তমানে সিভিল রিভিশন ১৫৯/১২ চলমান। অপরদিকে সন্ত্রাসী দিয়ে লুটপাট, মারধর ও ভাংচুর করে চলছে। এ নিয়ে একাধিক মামলা হয়েছে।
বিভিন্ন উন্নয়নের নামে লতিফ বিশ্বাস আঃ রেজ্জাকের বন্দোবস্তকৃত সম্পত্তির কিছুঅংশ জোরপূর্বক দখল করে নেয়। এমনকি আঃ রেজ্জাক মিস্ত্রীর বন্দোবস্তকৃত সম্পত্তির বন্দোবস্ত বাতিল করার জন্যে উঠে পড়ে লেগেছে।
গত ২৭ জানুয়ারি ২০২১ তারিখে দরখাস্তের মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসককে জানানো হয়েছে। জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার জন্যে নির্দেশনা দিলেও তা কার্যকর হচ্ছে না। এ ব্যাপারে রেজ্জাক মিস্ত্রী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।