বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

কল্যাণপুরে জোরপূর্বক সম্পত্তি দখল করে প্রাচীর নির্মাণ ॥  নারীদের ওপর হামলা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী মিজি বাড়িতে মৃত আব্দুল জলিল মিজির পুত্র হান্নান মিজির ক্রয়কৃত ও পৈত্রিক ভূমিতে বেশকিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির মৃতঃ আঃ হক মিজির পুত্র পুলিশ সদস্য রায়হানের বিরুদ্ধে।

অভিযোগকারী আব্দুল হান্নান মিজি জানান, আমরা আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছি। পাশর্^বর্তী একই বাড়ির আমার চাচাতো ভাই রায়হান পুলিশ সদস্য হওয়ার সুবাদে আমাদের কাউকে কিছু না বলে বেশকিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে গত ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে টিন দিয়ে প্রাচীর নির্মাণ করে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। সে মুহূর্তে আমরা বাড়িতে পুরুষ কেউ না থাকায় আমার স্ত্রী নাসিমা আক্তার তাদেরকে বাধা দিতে গেলে আমার স্ত্রী ও সন্তানদের উপর রায়হান তার লোকজন নিয়ে হামলা চালায়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয়। তারা আমাদেরকে হামলা করে ক্ষান্ত হয়নি, সেই মুহূর্তে ২০/৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে জোরপূর্বক আমাদের বাড়ির ওপর চলাচলের জায়গা দখল করে নেয়। এমনকি উল্টো মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে আসছে।

তিনি আরো জানান, রায়হান পুলিশ সদস্য হওয়ার সুবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সে মামলার হুমকি-ধমকি দেয়। আমরা এই ভূমিতে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসছি, কিন্তু তারা তখন কোথায় ছিলো? আমাদের বাপ-চাচারা জীবিত থাকাবস্থায় যেভাবে ছিলাম, বর্তমানেও আমরা সেইভাবে রয়েছি। কিন্তু হঠাৎ করে কয়েকদিন পরপরই বাড়িতে এসে রায়হান পুলিশের চাকুরিতে যোগদানের সুবাদে প্রভাব বিস্তার করে আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে আমাদেরকে হয়রানি করে আসছে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ সময় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী হান্নান মিজির পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়