বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

শেখ রাসেলের জন্ম দিবসে উপহার পেলো খুদে শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২৬ অক্টোবর তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন উপলক্ষে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুদে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি পান করার ফিল্টার ও খাতা-পেন্সিল বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পানি খাওয়ার জন্যে একটি ফিল্টার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যার হাতে তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। এ সময় তারা প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে খাতা ও কলম তুলে দেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি অ্যাডঃ হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ আতাউর রহমান পাটোয়ারী ও হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যা। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দে, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রাসেল, রাসেল আহমেদ, তাপস রায়, নিশান পাটোয়ারী, কালাম, আনোয়ার, উজ্জ্বল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়