প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০
মন্দির আঙ্গিনাকে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে রাখার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দু’টি দুর্গাপুজাম-পসহ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্যে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে অনুদান দেয়া হয়েছে।
২৩ অক্টোবর শনিবার রূপসা উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, দক্ষিণ রূপসা শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ও রূপসা শ্রীশ্রী সর্বমঙ্গলা দুর্গা মন্দিরের জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ তুলে দেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সুমন।
নজরুল ইসলাম সুমন জানান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা খাজে আহম্মেদ মজুমদারের পক্ষ থেকে মন্দিরের নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা লাগাতে দুটি মন্দিরে নগদ অর্থ দেয়া হয়। যাতে তারা নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা সাজাতে পারে।
তিনি আরো জানান, শারদীয় দুর্গাপূজার সময় কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে রূপসা উত্তর ইউনিয়নে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তিনিসহ তার নেতা-কর্মীরা টানা এক সপ্তাহ রাত্রিকালীন পাহারা দিয়েছেন।