শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাবুরহাটে পাটের স্তূপে আগুন ॥ বড় ধরনের বিপদ থেকে রক্ষা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে রাখা পাটের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় পাটের ব্যবসায়ী রফিক খান ও বজু মালের পাটের গুদামের পাশে থাকা পাটের স্তূপে এ ঘটনা ঘটে। চাঁদপুর সদর ফায়ার সার্ভিস উত্তর টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়েছে বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান। তিনি জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে খোলা আকাশের নিচে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে এভাবে পাটের স্তূপ বা গুদাম খুবই বিপজ্জনক। এ বিষয়ে তিনি রিপোর্ট প্রদান করবেন বলে জানান।

আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে দেখা যায় যত্রতত্রভাবে পাটের স্তূপ ও এলপিজি গ্যাসের বোতল ফেলে রাখা হয়েছে। যা থেকে যে কোনো সময় বড় ধরনের দুঘর্টনা ঘটতে পারে বলে সুধী মহল আশঙ্কা প্রকাশ করেছে। যত্রতত্রভাবে পাট রাখার কারণে এর আগেও এ গুদামের সম্মুখস্থ স্থানে চারবার আগুন লাগার ঘটনা ঘটছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়