সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

পুরাণবাজারে ১২ মাদক মামলার আসামীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজারে ১২ মাদক মামলার আসামীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। ২৭ জুন সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুরাণবাজার রয়েজ রোড ও বাজারে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সাথে ছিলেন এসআই লিলিছুর রহমান, এএসআই আনোয়ার, এএসআই মোঃ মোর্শেদ, এটিএসআই বশির আহম্মদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। তারা রয়েজ রোডস্থ (ঘোষপাড়া) মৃত রহমান মাঝির বাড়ি থেকে তারই ছেলে ১২ মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী রতন মাঝিকে ৩১ পিচ ইয়াবাসহ আটক করেন। আটক রতন মাঝি পুলিশকে জানায়, চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ মৃত নূরু গাজীর ছেলে একাধিক মাদক মামলার আসামী মুন্না গাজী তাকে এই ইয়াবাগুলো দিয়ে যায়। তবে পুলিশ মুন্না গাজীকে আটক করতে পারে নি। এদিন একই সময় অপর মাদক ব্যবসায়ী পুরানবাজার কুলি বাগান এলাকার মস্তান গাজীকে ১৯ পিচ ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ বাজারের মিন্টুর বিরানী হাউজের নিকট থেকে আটক করা হয়। আটককৃতদের রাতে চাঁদপুর সদর মডেল থানা হাজতে প্রেরণপূর্বক মাদক মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়