প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
ধর্ষণ ও প্রতারণার অভিযোগে আটক চাঁদপুর শহরের হাকিম প্লাজার দ্বিতীয় তলার পালকি ফ্যাশনের স্বত্বাধিকারী মোবারক হোসেন পাটোয়ারী আদালত থেকে জামিন পেয়েছেন।
এতে হতাশা প্রকাশ করলেন বাদী, বাদী পক্ষের আইনজীবী ও সিআইডির কর্মকর্তা। অভিযোগ পাওয়া যায়, বাদী আছিয়া বেগম গত ১১ জুন মোবারকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি মডেল থানা থেকে সিআইডির হাতে গেলে গত বুধবার গভীর রাতে শাহরাস্তি থেকে মোবারককে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার মোবারককে আদালতে উঠালে সিআইডি আদালতে মোবারকের বিরুদ্ধে রিমান্ড চায়। আদালত তার রিমান্ড মঞ্জুর না করে জেলহাজতে প্রেরণ করে। পরে গতকাল সোমবার আবার তাকে আদালতে উঠালে বিজ্ঞ আদালত তাকে জামিন দেন।