প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
গতকাল সোমবার লকডাউনের প্রথমদিন চাঁদপুর শহরে পুলিশকে বেশ তৎপর দেখা গেছে। রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশ। এছাড়া পুলিশের একাধিক টিম শহরে টহলে ছিল। পুলিশ সুপার মিলন মাহমুদ নিজেও মাঠে ছিলেন।
শহরে প্রবেশ পথের মুখেও পুলিশ তৎপর ছিল। এছাড়া বিভিন্ন জায়গায় স্ট্যান্ডবাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, আবার ভ্রাম্যমাণ আদালত নিয়েও তৎপর ছিল বেশ কিছু ম্যাজিস্ট্রেট। পুলিশ এবং ম্যাজিস্ট্রেটগণ তৎপর থাকায় লকডাউনের প্রথমদিনকে অনেকটা সফলই বলা যায়। তবে ইজিবাইক ও সিএনজি অটোরিকশাকে চোর-পুলিশ খেলতে দেখা গেছে। তারা কিছুক্ষণ মেইন রোডে, কিছুক্ষণ পাড়া-মহল্লার ভেতর দিয়ে চালিয়েছে আটকের ভয়ে। ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চলাচল পুরোপুরি বন্ধ করা গেলে লকডাউন শতভাগ বাস্তবায়ন বলা যাবে।