শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সড়ক ও জনপথের সীমানা নির্ধারণের আবেদন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমির মাপ জরিপ করে সীমানা নির্ধারণ করার জন্য নির্বাহী প্রকৌশলী সওজ চাঁদপুরের বরাবর আবেদন করেছেন মোসাঃ তাছমিন আক্তার ইভা, পতি মনির হোসেন, মাতা ফরিদা ইয়াছমিন, সাং মিশন রোড, চাঁদপুর। এমনকি এর অনুলিপি জেলা প্রশাসক চাঁদপুর ও দৈনিক চাঁদপুর কণ্ঠ বরাবর দেয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ১০ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে মনির হোসেন হতে ১৮৮৯নং সাব কবালা দলিলমূলে তাছমিন আক্তার খরিদ সূত্রে মালিক ও দখলকার হন। বর্তমানে তার নামে নামজারি ও খাজনা খারিজ সম্পন্ন হয়েছে। উক্ত সম্পত্তির পৌরসভার মাধ্যমে প্লানিং পাস করার জন্যে সওজ-এর সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের পাশে উক্ত সম্পত্তি নির্বাচন কমিশনের পূর্ব পাশে অবস্থিত। যার তফসিল তরপুরচন্ডী, মৌজা জেল, নং ২৬ হালে ৪৪ নং খতিয়ান সি.এস. ২৩৩, এস.এ. ২১৩, বি.এস. ২০৭৫, সাবেক খারিজ ১১৭২, তৎপর খারিজ ৩৯৬২, বর্তমান খারিজি ২৬১৩, দাগ নং সি.এস. ও এস.এ. ২১০৭ বি.এস. ৫৭৯৯, মোঃ .০৩০৯ (তিন শতাংশ নয় পয়েন্ট) ভূমি বটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়