প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
হাজীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৮শ' ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ মাদক কারবারীকে আটক করেছে। গত রোববার দিবাগত রাতে পৃথকভাবে অভিযানে এ সকল মাদক উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মুন্সিবাড়িতে মোঃ আবু তাহেরের ঘরে অভিযান চালায় এসআই জয়নাল ও সঙ্গী ফোর্স। এ সময় উক্ত ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৮শ’ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আবু তাহেরের ছেলে শীর্ষ মাদককারবারী মোঃ মেহেদী হাসান সজল (২৭) পালিয়ে যায়।
অপর দিকে একইদিন রাতে এসআই মোঃ মাসুদ মুন্সী সঙ্গীয় ফোর্স হাটিলার পাতানিশ গ্রাম থেকে মিজি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ হুমায়ুন কবিরের ছেলে মাদককারবারী মোঃ তাকবীর হোসেন (২৭) আটক করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ জানান, আটককৃত দুই মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার এদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।