সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

হাজীগঞ্জে সাড়ে ৮শ ইয়াবা উদ্ধার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৮শ' ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ মাদক কারবারীকে আটক করেছে। গত রোববার দিবাগত রাতে পৃথকভাবে অভিযানে এ সকল মাদক উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মুন্সিবাড়িতে মোঃ আবু তাহেরের ঘরে অভিযান চালায় এসআই জয়নাল ও সঙ্গী ফোর্স। এ সময় উক্ত ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৮শ’ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আবু তাহেরের ছেলে শীর্ষ মাদককারবারী মোঃ মেহেদী হাসান সজল (২৭) পালিয়ে যায়।

অপর দিকে একইদিন রাতে এসআই মোঃ মাসুদ মুন্সী সঙ্গীয় ফোর্স হাটিলার পাতানিশ গ্রাম থেকে মিজি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ হুমায়ুন কবিরের ছেলে মাদককারবারী মোঃ তাকবীর হোসেন (২৭) আটক করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ জানান, আটককৃত দুই মাদককারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার এদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়