প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় গত শুক্রবার ১০ সেপ্টেম্বর রাতে আশ্রাফপুরের মাহমুদা চৌধুরীর বাড়িতে ও আমুজান ডাঃ রুবেলের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় আটককৃত ৩ জনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আটককৃতরা হচ্ছে আশ্রাফপুর গ্রামের জাকির হোসেন, খোরশেদ আলম ও আরিফ হোসেন। উক্ত ৩ ব্যক্তিকে কচুয়া থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে আটক করে। পরদিন রোববার তাদেরকে সন্ধিগ্ধ আসামী হিসাবে আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল সোমবার পুলিশ তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। এ বিষয়টি কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।