প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজনের পিতা এমরান হোসেন মিয়াজী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। সোমবার (২৮ জুন) সকাল ৮টায় তার নিজ বাড়ি কচুয়া উপজেলার পৌরসভাধীন কড়ইয়া গ্রামের মিয়াজী বাড়িতে শেষ নিঃশ্বস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ জোহর কড়ইয়া পূর্বপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঢাবি ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর জানান, তার বাবা দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সামজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।