প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই গত ২০ জুন স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী ব্যাটারীচালিত রিকশা-ভ্যানগাড়ি ও ইজিবাইক চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন। শ্রমজীবী মেহনতী মানুষ, সারাদিন রিকশা-ভ্যানগাড়ি ও ইজিবাইক চালানোর মাধ্যমে যাত্রী হিসেবে ছাত্র-শ্রমিক-রোগী-যাত্রী ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বাজার থেকে বিভিন্ন ক্রেতাদের বিভিন্ন মালামাল পরিবহনের মাধ্যমে সেবা করে আয়-রোজগার করে তা দিয়ে সংসারের ব্যয়ভার নির্বাহ করে, ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যয় মিটায়, অসুখ-বিসুখ হলে বাবা-মাসহ সবার চিকিৎসাব্যবস্থা করাসহ সংসারের যাবতীয় ব্যয়, এমনকি কিস্তির টাকাও পরিশোধ করে থাকে। অন্যদিকে মহামারি বৈশ্বিক করোনার কারণে দেশে লকডাউনহেতু স্কুল-কলেজ/অফিস-আদালত/ব্যবসা প্রতিষ্ঠান-বিপণীবাগগুলো বন্ধ থাকায় তাদের আয় কমে গেছে। পাশাপাশি চাল-ডাল-তেল-পেঁয়াজ-আলুসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় মহাসঙ্কটের মধ্যে পড়েছে তারা। অথচ মরার ওপর খাড়ার ঘার মতো স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী ৫০ লক্ষ শ্রমিকের ব্যাটারী রিকশা, ইজিবাইকে যাত্রী চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে ২৭ জুন রোববার বেলা ১০টায় নতুনবাজার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের এমন কর্মকা-ে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারীচালিত রিকশা চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার না করলে আগামীদিনে দেশব্যাপী বৃহত্তর কঠোর কঠিন আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ নেতা দিপালী রাণী দাস, হারুনুর রশিদ, শ্রমিক ফ্রন্ট নেতা আবু তাহের বন্দুকসি, সমর চন্দ্র দাস, কামাল শেখ, জাফর গাজী, রফিক মুন্সী, মিন্টু গাজী, রিপন মজুমদার, দুলাল গাজী, মিজান, জসিম প্রমুখ।