শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তিতে খালি বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বাসার তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র। ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি পৌর এলাকার সেনগাঁও গ্রামের সূত্রধর বাড়ির প্রদীপ চন্দ্র সূত্রধরের ঘরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শাহরাস্তি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রদীপ চন্দ্র সূত্রধর জানান, তিনি একজন প্রবাসী। ঘটনার দিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে চোরচক্র বাসার তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর করে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, আকামাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তিনি জানান, তিনি একজন ওমান প্রবাসী। জুলাই মাসে তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং অক্টোবরের ২০ তারিখে আবার চলে যাওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে পার্শ্ববর্তী বাসার লোকজন বাসার তালা ভাঙ্গা দেখে তাদের খবর দেয়। এ বিষয়ে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়