রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তি ব্যুরো ॥
শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তিতে খালি বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বাসার তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র। ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি পৌর এলাকার সেনগাঁও গ্রামের সূত্রধর বাড়ির প্রদীপ চন্দ্র সূত্রধরের ঘরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শাহরাস্তি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রদীপ চন্দ্র সূত্রধর জানান, তিনি একজন প্রবাসী। ঘটনার দিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে চোরচক্র বাসার তালা ভেঙ্গে আসবাবপত্র ভাংচুর করে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, আকামাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তিনি জানান, তিনি একজন ওমান প্রবাসী। জুলাই মাসে তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং অক্টোবরের ২০ তারিখে আবার চলে যাওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে পার্শ্ববর্তী বাসার লোকজন বাসার তালা ভাঙ্গা দেখে তাদের খবর দেয়। এ বিষয়ে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়