সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের  সতর্কবার্তা
শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে ॥

মালয়েশিয়া হাই কমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার করে আসা প্রচারকারীদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ওই বিজ্ঞপ্তি দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করে।

দূতাবাস প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা দালাল স্বনামে বা বেনামে হাই কমিশনের ফেসবুক পোস্টে ঢুকে দ্রুত পাসপোর্ট করে দেয়ার যে প্রচার কার্যক্রম করে আসছেন তা সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে হাইকমিশনের কোনও সংশ্লিষ্টতা নেই।

বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ হাইকিমশন সব ধরনের দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের বেআইনি কাজে মালয়েশিয়ায় বসবাসরত কোনো বাংলাদেশী নাগরিক এবং তাদের সঙ্গে হাইকমিশনের কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে এ বিষয়ে হাইকমিশনে সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সচেতন এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে ই-মেইলের [email protected] মাধ্যমে জানানোর জন্য অনুরোধ জানানো হয়। নিরাপত্তার স্বার্থে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, কুয়ালালামপুর দূতাবাস করোনাভাইরাসের শুরু থেকেই প্রবাসীদের সুবিধার্থে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সেবা দিয়ে আসছে। কয়েক লাখ পাসপোর্ট ইতোমধ্যে হাতে পেয়েছে প্রবাসীরা। এই সুযোগে এক শ্রেণীর দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাউন্ট খুলে হাইকমিশনের বিভিন্ন সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছে। অনেক সাধারণ প্রবাসী তাদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়ে আসছে। দূতাবাসের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়