রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০

হামলা ভাংচুর রুখতে ফরিদগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মাইকিং

প্রবীর চক্রবর্তী ॥
হামলা ভাংচুর রুখতে ফরিদগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মাইকিং

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে প্রচারণা শুরু হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ প্রয়োজনে বিশেষ টিম গঠন করবে এসব বিশৃংখলা রুখতে।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ফরিদগঞ্জে যে কোনো মূূল্যে বিশৃঙ্খলা রুখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে শতভাগ মাঠে থাকার জন্য বলেছেন। সেজন্যে আমিসহ নেতৃবৃন্দ গত ৩দিন ধরে প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে সচেতনতামূলক সভা করছি। বৃহম্পতিবার (৮ আগস্ট) প্রতিটি ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন রাখার ব্যবস্থা হচ্ছে। আমরা ইতোমধ্যেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি এসব মোকাবেলা করার জন্য। কোনো স্থানে ঝামেলা হলে এই দায় তাদের নিতে হবে বলে স্পষ্ট বলে দিয়েছি। প্রয়োজনে কুইক রেসপন্স টিমের মতো ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠনের কথা বলা হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও পালানোর মাধ্যমে আজ আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। কোনো ভাবেই দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড করতে দেয়া যাবে না। আমরা যে কোনো মূল্যে প্রত্যেকে নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়