প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করলো চাঁদপুর জেলা গণফোরাম
বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে চলমান সংকট দেখা দিয়েছে এ ব্যাপারে চাঁদপুর জেলা গণফোরাম গভীর উদ্যোগ প্রকাশ করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।
এক বিবৃতিতে চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল বর্তমান সংকট উত্তরণে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের জন্যে জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, চলমান বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সকল কিছুর সাথে আমরা একাত্মতা পোষণ করছি। এমনিতেই বর্তমানে অর্থনীতির সংকট, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে আছে। এমতাবস্থায় দেশের চলমান সংকট নিরসনে জরুরি উদ্যোগ প্রয়োজন।