প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এখলাছপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সরঞ্জাম ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় দেশের প্রত্যন্ত এলাকার জনগণের স্বাস্থ্যসেবায় সিএসআর কর্মসূচি-২০২১-এর আওতায় উপরোক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুশরাত জাহান মিথেনের কাছে চিকিৎসা সামগ্রী ও ঔষধ হস্তান্তর করেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল বারেক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জাবেদ ইকবাল রিয়াদ, ডাঃ মোরশেদুল হাসান, ডাঃ মোঃ হাসিবুল ইসলাম, স্টোরকিপার ইউসুফ আলী প্রধানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য কর্মকর্তা-কর্মচারী। এর আগে এখলাছপুরে বিনামূল্যে ঔষধ বিতরণ করে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।