প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০
বৈশ্বিক মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত ২৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক জেলা কার্যালয়ে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ দিদারল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকদ্রব্য অধিদপ্তর জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এদিন দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থান ইলিশ চত্বর, শপথ চত্বর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সামনে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত এবং মাদক ব্যবসায়ীর তথ্য সংক্রান্ত ব্যানার সাঁটানো হয়।